জেলার খবর
করোনা আতঙ্ক: খুলনা-কলকাতা রুটের ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ বন্ধ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে ভিসা স্থগিত করে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এতে স্থলপথ ও আকাশ পথে আপাতত ভারত প্রবেশে সুযোগ থাকছে না। যে কারণে আন্তর্জাতিক রুটের ট্রেন পরিচালনা কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা-যশোর-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল এক মাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যশোর ও বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে ভারত সরকার বন্ধন এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে। ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধন এক্সপ্রেস সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে রোববার কলকাতা থেকে খুলনাগামী ট্রেন ছেড়ে আসবে।