ফাইনালে অশোভন আচরণ : নিষিদ্ধ বাংলাদেশ-ভারতের ৫ ক্রিকেটার
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ শেষে মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় বাংলাদেশ ও ভারতের ৫ ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির আওতায় এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।সেদিনের ভিডিও ফুটেজ দেখে আইসিসি উভয় দলের পাঁচ খেলোয়াড়কে কয়েকটি ম্যাচ নিষিদ্ধ করেছে।
১টি সাসপেনশন পয়েন্ট মানেই একটি ওয়ানডে বা টি-টোয়েন্টি, অনূর্ধ্ব-১৯ পর্যায় বা এ দলের একটি ম্যাচ না খেলতে পারা।জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আগামী দুই বছর এ শাস্তি ভোগ করতে হবে এই পাঁচ ক্রিকেটারকে।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
বিবৃতিতে বলা হয়, ফাইনাল ম্যাচ শেষে বিবাদে জড়িয়ে আইসিসি কোড অব কন্ডাক্ট এর২.২১ ধারা ভঙ্গ করেছে ওই ৫ ক্রিকেটার।
শাস্তি পাওয়া ৫ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের তিনজন হলেন- তৌহিদ হৃদয়, শামিম হোসেন ও রকিবুল হাসান। আর ভারতের দুজন হলেন- আকাশ সিং ও রবি বিষ্ণয়।