প্রথমপর্বে ১০ হাজার ৭শ’ ৮৯জন রাজাকারের তালিকা প্রকাশ
একাত্তরের রাজাকার, আলবদর, আলশামসসহ স্বাধীনতাবিরোধীদের প্রথম পর্বের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথমপর্বে তালিকায় আছে ১০ হাজার ৭শ’ ৮৯জন রাজাকারের নাম। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাটি পাওয়া যাবে। সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলন করে তালিকাটি প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, একাত্তরে কার কি ভুমিকা ছিল, তা জাতির জানা প্রয়োজন। সে জন্যেই এই প্রয়াস। নতুন করে নয়, একাত্তর সালে, তৎকালীন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার নথিতে থাকা তথ্য উপাত্তের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা এ তালিকা প্রকাশ করা হলো। বিতর্ক এড়াতে সর্বোচ্চ সর্তকতা নেয়া হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
পরবর্তীতে দ্বিতীয় দফায় আসন্ন ২৬ শে মার্চ বিজি প্রেস ও সে সময়ের ১৯ জেলার রেকর্ড রুমে থাকা তালিকা প্রকাশ করা হবে। কয়েক দফায় পর্যায়ক্রমে এই তালিকা প্রকাশ অব্যহত থাকবে বলেও জানানো হয়, সংবাদ সম্মেলনে। বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে অনেক নথি নষ্ট করে ফেলা হয়েছিল বলে অভিযোগ করেন মন্ত্রী।
তিনি জানান, সব নথি নষ্ট করতে পারেনি বলেই প্রকাশ করা সম্ভব হচ্ছে। ব্যাক্তি পর্যায়ে নয়, শুধু সরকারি তালিকা ই প্রকাশ করা হবে। তবে, কারো কাছে এ ধরণের ডকুমেন্টস থাকলে সহায়তা করার আহবান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নি সংযোগের সাথে যুক্ত সুনির্দিষ্ট অভিযোগে রাজাকারদের পরবর্তীতে মামলা করার পরিকল্পনা আছে সরকারের। মন্ত্রী বলেন, জাতির প্রতিশ্রুতি পুরনে এ তালিকা প্রকাশ করা হচ্ছে। প্রত্যাশা পূরণে এ তালিকা মন্ত্রীসভায় অনুমোদন করে গেজেট প্রকাশের দিকে যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।