প্রবাসে

যুক্তরাষ্ট্রে ধর্ষণে অভিযুক্ত নেতাকে আ. লীগ থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রে ধর্ষণে অভিযুক্ত নেতাকে আ. লীগ থেকে বহিষ্কার

ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া লুৎফর রহমান হিমুকে (৩১) বহিষ্কার করা হয়েছে পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থেকে। ৭ ডিসেম্বর ফিলাডেলফিয়া সিটিতে আওয়ামী লীগ এবং যুবলীগের শীর্ষ কর্মকর্তাগণের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের বলেছেন, হিমু স্টুডেন্ট ভিসায় ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে আসার আগে খুলনার বিএল কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন। এ তথ্য সংগ্রহ করেছেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি আলিমউদ্দিন। সে তথ্য যাচাই-বাছাইয়ের পর্যায়েই নিউইয়র্কে একটি হোটেল ভাড়া নিয়ে একজন মহিলাকে (৩৪) অকথ্য নির্যাতনের পর ধর্ষণের অভিযোগে ১ ডিসেম্বর গ্রেফতার হন হিমু। ১৩ জানুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার তারিখ দিয়ে হিমুকে আদালত ২ ডিসেম্বর জামিন (সুপারভাইজ রিলিজ) প্রদান করেন।
আবু তাহের আরও বলেন, হিমুর বিরুদ্ধে ফিলাডেলফিয়া কমিউনিটির লোকজনেরও নানা অভিযোগ রয়েছে। তাকে সরাসরি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করতে হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের অনুরোধে।
ওই সভার সিদ্ধান্ত প্রসঙ্গে যুবলীগ সভাপতি আলিম উদ্দিন জানান, কোন এক অজ্ঞাত কারণে হিমুকে সাংগঠনিক সম্পাদক করতে হয়েছিল। ধর্মের ঢোল বাতাসে নড়ে। তাই অপকর্মের ঘটনা চাপা থাকলো না। বিয়ের প্রলোভন দিয়ে দুই সন্তানের জননীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে এখন কাঠগড়ায় সেই হিমু। নিউইয়র্ক সিটির কুইন্সে ক্রিমিনাল কোর্টে তার মামলার পরবর্তী তারিখ হচ্ছে ১৩ জানুয়ারি।

Related Articles

Leave a Reply

Back to top button