জাতীয়

মশা নিধনে বিশেষ অভিযান শুরু; ডোবা, খাল পরিষ্কার না রাখলে আইনি ব্যবস্থা

রাজধানীতে ১০ টি হটস্পট চিহ্নিত করে শুরু হয়েছে মশা নিধন অভিযান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ থেকে কিউলেক্স মশা নিধনে আধুনিক প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হল। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ডোবা, খাল পরিষ্কার না রাখলে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড খেলার মাঠে ‘মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
প্রাথমিকভাবে ১০টি হটস্পট চিহ্নিত করে মশা পরিচ্ছন্নতা অভিযান শুরু করলো সিটি কর্পোরেশন। ২৪ নভেম্বর থেকে একযোগে উত্তর সিটির সবগুলো ওয়ার্ডে চলবে অভিযান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কীটতত্ত্ববিদ ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, শীতের সময় কিউলেক্স মশার উপদ্রব বাড়ে। জন্মস্থান চিহ্নিত করে মশা নিধনে সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি।
শুধু এডিস মশা নয় কিউলেক্স মশা নিধনেও আধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। শুধু ডোবা-নালা নয়, লেক কিংবা পুকুরও পরিষ্কার রাখার কথা বলেন মেয়র। চিঠি দেয়ার পরও পরিষ্কার না রাখলে আইনী ব্যবস্থার হুশিয়ার দেন মেয়র।
উত্তর সিটিতে চালু করা হয়েছে সেবা সার্ভিস ৩৩৩। প্রয়োজন হলে সেখানে যোগাযোগের অনুরোধ করা হয়েছে অনুষ্ঠান থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button