অর্থ বাণিজ্য

পেঁয়াজের বাজার: ট্রাকসেলে দীর্ঘ সারি, মান নিয়ে প্রশ্ন

পেঁয়াজের দর আগেই রেকর্ড ছাড়িয়েছে। তবে আড়াইশ’ ছোঁয়া বাজারে আজ কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা। টিসিবির ট্রাকসেলে ৪৫ টাকার পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরেছেন অনেকে। আর যারা পেয়েছেন তারা প্রশ্ন তুলেছেন মান নিয়ে। এদিকে, মূল্যবৃদ্ধির কারণ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। রাজধানীর কারওরান বাজারের আড়ত, সারি সারি পেঁয়াজের বস্তা। আজ কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এখনো বাজারে সরবরাহ কম, তাই দামও বেশি।
দাম বৃদ্ধির পেছনে কেউ থাকলে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের।
টিসিবির ট্রাকসেলে প্রতি কেজির দাম ৪৫ টাকা। ক্রেতার অভাব নেই। দীর্ঘ লাইন, ধাক্কাধাক্কি করেই কিনতে হচ্ছে পেঁয়াজ।
যারা ভাগ্যবান তারা দুই/ তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেয়েছেন এক কেজি পেঁয়াজ। তবে মান নিয়ে আছে প্রশ্ন। তাদের অভিযোগ, এই পেঁয়ানিম্নমানের। টিসিবির ট্রাকের সংখ্যা আরো বাড়ানোর দাবি সাধারণ মানুষের।

Related Articles

Leave a Reply

Back to top button