সাম্প্রতিক পেয়াজ সংকট: বাণিজ্যমন্ত্রীর ভুমিকা
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী রাজনীতিবিদ হিসাবে যতটা পরিচিতি পেয়েছেন তারচেয়ে বেশী পরিচিত পেয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীদের নেতা হিসাবে । যিনি নিজে ব্যবসায়ী তিনি ব্যবসায়ীদের জন্যকঠোর হবেন ভাবাটাই ভযাবহ অন্যায়।
বানিজ্য মন্ত্রণালয় ভীষনই যোগ বিয়োগ বোঝার খেলা। কত আপনার আছে কত আনতে হবে .. কে আনবে সব স্পষ্ট অংক। সেই অংক কি বোঝেন মন্ত্রী ?নাকি রেখেছেন সেই খবর? ২ মাস ধরে সংকট চলার কথা নয়। ভারত যে কোনো দিন পেয়াজ ছেড়ে দিবে এই ভয় ব্যবসায়ীদের কে ধরিয়েছে? আমদানিকারকদের কি এই নিশ্চয়তা দেয়ার সুযোগ ছিলো না ভারত ছাড়লেও তাদের পেয়াজ ভূর্তুকী দিয়েই তাদের কেনা দামে কিনবে সরকার? ৫ জন আমদানীকারকে সাথে সেই আলোচনা দেয়া যেতো বৈকি।
টিসিবির মাধ্যমে কি আরো পেয়াজ এনে বাজার সয়লাব করা যেতো না? অল্প পেয়াজ এনে রসগোল্লা বিলানোর পিনিক নেয়ার কি কারন?
বাইরের দেশ গুলোতে পেয়াজের দাম কত তাও কি জানেন বাণিজ্য মন্ত্রী?
বাণিজ্য মন্ত্রী দেশের বাইরে আছেন দেশের এই সুসময়ে। এই দেশের চাল, পেয়াজ …সবজি কোথায় তা তিনি থোরাই কেয়ার করেন।
এই পর্যন্ত ব্যবসায়ীদের নিয়ে তিনি একটি সভা ডেকেছেন। সেই সভায় তিনি উপস্থিতও থাকেন নি এবং বলে গেছেন ব্যবসায়ীদের নাড়ানো যাবে না।
মাননীয় মন্ত্রী , এইদেশে কেবল জনগনকে নাড়াচাড়া করে ভর্তা বানানো যায়। এই দেশে সব কিছুর দাম আছে কেবল জনতার নাই।