আন্তর্জাতিক
কর্মীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ: পদ ছাড়লেন মার্কিন আইন প্রনেতা কেটি হিল।
অফিসের এক কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ মাথায় নিয়ে মার্কিন কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা কেটি হিল।
রোববার কেটি হিল পদত্যাগের ঘোষণা দেন।
কংগ্রেসে নিজ অফিসের এক কর্মীর সঙ্গে হিলের যৌন সম্পর্কের অভিযোগের বিষয়ে হাউস এথিক্স কমিটি তদন্ত করছে।
৩২ বছর বয়সী হিল ডেমোক্রেটিক পার্টির সদস্য। হিল তাঁর পদত্যাগের কথা টুই করে জানিয়েছে। টুইটারে তিনি বলেছেন, পদত্যাগের সিদ্ধান্তটি তাঁর নির্বাচনী আসনের জনগণ ও দেশের জন্য উত্তম বলে বিশ্বাস করেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রতিনিধি পরিষদের সদস্য হতে নির্বাচনী লড়াইয়ের সময় এক নির্বাচনী কর্মীর সঙ্গে অশোভন সম্পর্কের কথা হিল স্বীকার করেছেন। তবে কংগ্রেসে নিজ অফিসের কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।