জাতীয়লিড স্টোরি

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

আজ জাতীয় গ্রন্থাগার দিবস।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’।

জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকা দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।

এবার স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

দিবসটি উপলক্ষে আজ গ্রন্থাগার অধিদফতরের সামনে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। ২০১৮ সালের এই দিনে প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়।

জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করার কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর অন্য একটি কারণ হলো- ফেব্রুয়ারি মাসে বই নিয়ে দেশে বেশ আলোচনা হয়। একুশে বইমেলা, একুশে ফেব্রুয়ারি, এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button