যুবলীগের বয়সসীমাও আলোচনায় আসবে: ওবায়দুল কাদের
যুবলীগ নেতাকর্মীদের বয়সসীমা নিয়ে গণভবনে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকেছেন। কারা যুবলীগ করতে পারবেন, কত বয়স পর্যন্ত যুবলীগ করতে পারবেন—এসব ইস্যুর পাশাপাশি যুবলীগের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।’ শুক্রবার রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। গণভবনে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। তবে, যাদের বলা হয়েছে, তারাই যাবেন।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারেনি। নির্বাচনে জিততে পারেনি। সংগঠনও শক্তিশালী করতে পারেনি। তার ওপর শীর্ষ দুই নেতার দু’জনই দুর্নীতির দায়ে দণ্ডিত। এখন কথায় কথায় অভিযোগ করাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে।’