জাতীয়

২৪ বছর আগের হত্যা মামলার জামিন বাতিল

২৪ বছর আগে যশোরে একজনকে হত্যা মামলায় পাঁচ আসামির জামিন বাতিল করে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
১৯৯৫ সালের যশোর জেলার কেশবপুরের মহাদেবপুর গ্রামের আব্দুস সামাদকে একদল দুর্বৃত্ত ধরে নিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০১৫ সালের ১৯ আগস্ট অভিযুক্ত ১১ আসামিকে যাবজ্জীবন সাজা দিয়ে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে আপিল করলেও ৯ মাসের জেল খাটার জায়গায় ৯ বছর দেখান। পরে ২০১৬ সালের ১২ ডিসেম্বর ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২ বছর ৫ মাস কারাভোগের পর আসামিরা পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায় এবং চলতি বছরের ১৫ মে জামিন পেয়ে তারা কারাগার থেকে বের হয়ে যায়। তবে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করলে আপিল বিভাগের শুনানি শেষে মামলার ওই পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button