জাতীয়

ওয়াসার পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াসার পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি পানি শোধনাগার উদ্ভোধন করে প্রধানমন্ত্রী এ আহবান জানান।
নিরাপদ ও সুপেয় পানি ইউনিয়ন পর্যায়ে পৌছে দেয়া হবে বলেও জানান তিনি।। এ জন্য নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে।তিনি পানি অপচয় না করে পানি সংরক্ষণ ও ব্যবহারে সচেতন হবার পরামর্শ দেন।

পদ্মা নদীর পানি আনা হয়েছে ঢাকায। পদ্মা পাড়ের যশোলদিয়া পানি শোধনাগার কেন্দ্র থেকে রাজধানী ঢাকার দক্ষিনের অংশের ৩৫ লাখ মানুষ পাবে এই সুপেয় পানি। এজন্য ঢাকায় ৪৫ কোটি লিটার পানি আনা হয়েছে পাইপ লাইনের মাধ্যমে। ব্যয় হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। আর সাভারের তেতুলঝরা প্রকল্পের পানি দেয়া হবে ঢাকার উত্তরের মিরপুরের বাসিন্দাদের।
রাজধানীর একটি হোটেলে পানি শোধনাগার কেন্দ্র দুইটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, দীর্ঘদিন ঢাকায় সুপেয় পানির সংকট ছিলো। ২০১০ সাল থেকে নেয়া পরিকল্পনার কারণে সংকট দূর হয়েছে। তিনি জানান, পানি সংকট মেটাতে, শুধু নদীর পানি নয়, বৃষ্টির পানিও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি দেশবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী ও ওয়াসার কর্মচারীদের প্রকল্পগুলোর প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন৷

এছাড়াও অনুষ্ঠানে মেঘনা নদীর পানি শোধনে রূপগঞ্জে একটি পানি শোধনাগার কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button