জাতীয়

২ ঘন্টার বৃষ্টতে, জল আর যানজটে নাকাল রাজধানীবাসী।

ঘন্টা দুয়েকের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর মতিঝিল, জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর, ফকিরাপুল, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক। ব্যাহত হয়েছে যান চলাচল। জলজট-যানজটে ভোগান্তিতে পড়েন অনেকে।
বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি। সন্ধ্যা অবধি ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
মঙ্গলবার দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি। এরপরই শাহবাগ এলাকায় দীর্ঘ যানজট। যা ছড়িয়ে পড়ে কারওয়ানবাজার হয়ে ফার্মগেইট পর্যন্ত। জিরো পয়েন্ট, পল্টন, বিজয়নগর ও হাই কোর্ট এলাকায়ও একই অবস্থা।
বিভিন্ন স্থানে আটকা পড়ে অটোরিকশা, মটরসাইকেল ও গাড়ি। তৈরি হয় তীব্র যানজট।
তলিয়ে যায় সচিবালয়ের অধিকাংশ এলাকাও। চরম ভোগান্তিতে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।
নগরবাসী বলছে, এ জলাবদ্ধতার মূল কারণ ড্রেনজ ব্যবস্থায় অব্যবস্থাপনা। ময়লা-আবর্জনায় ভর্তি হওয়ার কারনে পানি সরছে না।

Related Articles

Leave a Reply

Back to top button