ফেসবুক থেকে

জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা

স্বাধীনতা পরবর্তি সময়ে বঙ্গবন্ধু যখন দেশ গড়ার সুদীর্ঘ কর্ম পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলেন তখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠি পাকিস্তানের আর্থিক এবং নৈতিক সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধু ও তার সহকর্মী নেতৃত্বকে হত্যার মাধ্যমে দেশকে করলো নেতৃত্ব শূন্য। সমাজের একশ্রেনী যারা পরোক্ষ ভাবে এই ঘটনার সমর্থনকারী তাদের বক্তব্য হয়ে উঠল রাজনীতি ভালমানুষের জন্য নয়, এবং সে কারনে শিক্ষিত পরিবারের ছেলে-মেয়েরা রাজনীতিতে অংশ গ্রহন করেনি দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি। ফল স্বরুপ রাজনৈতিক অঙ্গনে তৈরী হয় সঠিক নেতৃত্বের বিশাল শূন্যতা যা এখনও বিরাজমান। তারা জানেনা ৭০ এর দশকের গোড়ার দিকে এমন ভাবনা যদি প্রতিটি বাঙালী থাকতো তবে এই দেশ কোনোদিন স্বাধীন হতোনা। তারা এও জানেনা যে প্রতিনিয়ত প্রতিটি মানুষ রাজনীতি দ্বারাই পরিচালিত, কেননা দেশ পরিচালনা করেন রাজনৈতিক নেত্রীবৃন্দরাই; প্রতিদিনকার দ্রব্য মূল্য, ট্যাক্স, আইন, রাস্টিয় পলিসি, স্বাস্থ ও শিক্ষানীতি যা প্রতিটি নাগরিককে ছুঁয়ে যায় প্রত্যক্ষ ভাবে আর এ সকল কিছুই আসে রাজনৈতিক নেত্রীবৃন্দের হাত ধরে। নেত্রীত্বের সেই জায়গাটা দেশ বিরোধী তথাকথিত সুশীল শ্রেনির কারনে ভরে গেছে অন্ধ জ্ঞানহীন মানুষে, সেই নৈতিকতা বিবর্জিত মানুষগুলো নিজের স্বার্থে অনাচারকেই নিয়ম বানিয়ে দেশকে পরিনত করেছে যেন এক মগের মুল্লুকে। শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ক্ষমতার অপব্যাবহার করে শেষ পর্যন্ত দেশকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতে এই গোষ্ঠি প্রায় যখন গুছিয়ে এনেছিল তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন বঙ্গকন্যা শেখ হাসিনা; গড়ে তুললেন ভরসাহীন সাধারন মানুষের জন্য নির্ভরতার স্থল। বিচারহীনতার অপরাজনীতি ভেঙে আপনি বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর সহ একের পর এক সাহসি পদক্ষেপ গ্রহন এবং তা বাস্তবায়নের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন ক্ষমতায় থাকলেও বিচার করা যায়, বিচারের আওতায় নেয়া যায় যে কোনো ব্যক্তিকেই।ধন্য আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি তবে আপনাকে দেখেছি, আপনাকে পেয়েছি নেত্রী হিসেবে; আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। আপনার জন্মদিনে অনেক শুভ কামনা আপনি বঙ্গকন্যা শেখ হাসিনা। প্রিয় নেত্রী আপনি বদলে যাওয়া বাংলাদেশের শেষ ঠিকানা। এই দেশকে ভাল রাখতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ তিনি যেন যুগ যুগ ধরে আপনার নেতৃত্বের ছায়ায় আমাদের বিচরন করতে দেন।

জয় বাংলা; জয় বঙ্গবন্ধু;

জয় প্রিয় নেত্রী শেখ হাসিনা।

তামান্না ফেরদৌস
এ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

Related Articles

Leave a Reply

Back to top button