জেলার খবর

সুনামগঞ্জ নৌকাডুবি: ১০ জনের লাশ উদ্ধার।

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ছয় শিশুসহ দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে নৌকাডুবির পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।
আজ ভোরে আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, মঙ্গলবার উদ্ধার চার শিশুর মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলো–উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে বুধবার ভোরে উদ্ধার হওয়া ছয় লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহতের স্বজনরা জানিয়েছে, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button