জাতীয়

বিএনপি নেতাদের হাত ধরেই ক্যাসিনো: তথ্যমন্ত্রী

রেহানা বেগম (মিম)

মির্জা আব্বাস ও ফালুর হাত ধরেই বাংলাদেশে ক্যাসিনোর উদ্ভব হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ক্যাসিনো সংস্কৃতি বিএনপি আমলেই শুরু করা হয়েছে।
তিনি বলেন, সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস, মোসাদ্দেক হোসেন ফালুরা এগুলো শুরু করেছিলেন। তখন ক্ষমতার শীর্ষপর্যায় এগুলোর সঙ্গে যুক্ত ছিল। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
হাছান মাহমুদ বলেন, এখন কে কোন দলের বা মতের, তা না দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতি মাসে তারেক জিয়াকে এক কোটি করে চাঁদা দিতো জি কে শামীম। এমন তথ্য খতিয় দেখা হচ্ছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংঘর্ষটি ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button