যশোরে গৃহবধূ ধর্ষণ: আলামত পাঠানো হচ্ছে ঢাকায়।
ডাক্তারি পরীক্ষায় যশোরের শার্শায় গৃহবধূকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে তা সংঘবদ্ধ ধর্ষণ কি-না তা জানতে আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে । এদিকে, ধর্ষণের ঘটনায় আটক তিন জনের রিমান্ড আবেদনের শুনানি ৮ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
সকালে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, ডাক্তারি পরীক্ষায় গৃহবধূকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যাবে কারা এর সঙ্গে জড়িত। ধর্ষণে একাধিক ব্যক্তি জড়িত কি না তা জানতে ঢাকার সিআইডি ল্যাবরেটরিতে আলমত পাঠানোর কথাও জানান তিনি।
এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন জনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে শার্শা আমলি আদালতে আবেদন করে পুলিশ। আদালত ৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
ঘটনার পর থেকে লক্ষণপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
গত ২৫ আগষ্ট গোড়পাড়া পুলিশ ফাঁড়ির এস আই খায়রুল ওই গৃহবধূর স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সোমবার রাতে খায়রুল, সোর্স কামারুল এবং গ্রামের লতিফ ও কাদের স্বামীর মামলার ব্যাপারে কথা আছে বলে ঘরে ঢোকে। পরে তার ওপর নির্যাতন চলে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।