খেলা

পাকিস্তানে মিসবাহ অধ্যায় শুরু।

সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু প্রধান কোচই নয়, মিসবাহ প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করবেন। আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসও আবার ফিরছেন জাতীয় দলে। মিসবাহর অধীনে ওয়াকার বোলিং কোচ হিসেবে কাজ করবেন।
বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে সরিয়ে দেওয়া হয়। নতুন কোচ নিয়োগে পাঁচ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। ইন্তিখাব আলমের নেতৃত্বে এ প্যানেল ছিলেন সাবেক ক্রিকেটার বাজিদ খান, পিসিবির সদস্য আসাদ আলী খান, প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পরিচালক জাকির খান। এই প্যানেলই প্রধান কোচ ও নির্বাচক হিসেবে মিসবাহকে বেছে নেয়। আর বোলিং কোচ হিসেবে ওয়াকারের নিয়োগ চূড়ান্ত করে।
নিয়োগ পাওয়ার পর মিসবাহ জানান, পাকিস্তানের কোচ হওয়া অবশ্যই জন্য সম্মান ও গৌরবের।
প্রধান কোচ হিসেবে প্রত্যাশার বিপুল চাপ যে থাকবেতো অজানা নয় মিসবাহ’র। তিনি লেনে, দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত। যদি প্রস্তুতি না থাকত, তাহলে আমি কোনো দিনই এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিতাম না।
২০১১ সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিসবাহ। ওয়াকার যখন কোচ ছিলেন তখন তার অধীনে অধিনায়কত্ব করেছেন মিসবাহ। এবার ওয়াকার থাকবেন তার অধীনে।

Related Articles

Leave a Reply

Back to top button