জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-কে ত্রুটিমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)কে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রকল্পের জন্য মেধা খাটানোর দরকার হয়, অর্থের জন্য চিন্তা করতে হয় না।’ তিনি আরও বলেন, ‘প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি ও স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-তে কী কী থাকা উচিত, আগামী ১৫ বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর লাইফ টাইম শেষ হওয়ার বিষয় মাথায় রেখে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখন থেকেই ভাবতে হবে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগুতে হবে। স্যাটেলাইট পরিচালনায় আমাদের তরুণদের দক্ষতা অর্জনের যে ক্ষমতা, সেটাই আমাদের শক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে আমরা কী অর্জন করতে চাই, আজকের মতবিনিময় থেকে অর্জিত ফল ও পরামর্শ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button