রাজনীতি

এবার রওশনের চিঠি: জাপায় দেবর-ভাবী দ্বন্দ্ব চরমে।

সংসদে বিরোধীদলীয় নেতার পদ নিয়ে এবার জাতীয় পার্টিতে দেবর-ভাবির বিরোধ চরমে ।
জি এম কাদের সংসদে বিরোধীদলীয় হতে জাতীয় পার্টির প্যাডে গতকালই স্পিকারের কাছে চিঠি পাঠান। এ নিয়ে আপত্তি তুলে দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ পাল্টা চিঠি দিয়েছেন স্পিকারকে।
চিঠিতে বলা হয়েছে, দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত ছাড়াই জি এম কাদের স্পিকারকে যে চিঠি দিয়েছেন।
স্পিকারের কাছে চিঠি পাঠানোর আগে গুলশানের বাড়িতে সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য ও সংসদ সদস্যকে নিয়ে বৈঠক করেন বিরোধীদলীয় উপনেতা রওশন।
ওই বৈঠকের পর জানানো হয়, সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের জানাবেন রওশন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এরশাদ বেঁচে থাকা অবস্থায় ভাইকে উত্তরসূরি ঘোষণা করে দলে নিজের পরের স্থানটি দিতে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করেছিলেন। তাতে রওশন ক্ষুব্ধ হওয়ার পর তার জন্য জ্যেষ্ঠ কো-চেয়ারম্যানের আরেকটি পদ সৃষ্টি করা হয়।
গত জুলাই মাসে এরশাদ মারা যাওয়ার পর জি এম কাদের ভাইয়ের ‘ইচ্ছায়’ চেয়ারম্যানের পদ নেওয়ার পর থেকেই ক্ষুব্ধ রওশন। আর স্পিকারকে জি এম কাদের চিঠি সেই ক্ষোভের আগুনে ঘি ঢাললো।
বুধবার বিকালে স্পিকারের কার্যালয়ে বিরোধীদলীয় উপনেতা রওশনের সই করা চিঠিটি নিয়ে যান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মুজিবুল হক চুন্নু।

Related Articles

Leave a Reply

Back to top button