ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীকে নির্যাতন।
ব্রুনাইয়ে প্রবাসীদের ওপর বাংলাদেশি হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করছেন এক ভুক্তোভোগী। তবে এমন অভিযোগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। চ্যানেল 24 এ প্রকাশিত সংবাদ সুত্রে এসব তথ্য জানা গেছে
চ্যানেল 24-এ চিঠির মাধ্যমে ব্রুনাই এ অবস্থানরত প্রবাসীদের উপর বাংলাদেশি হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন সাইফুল ইসলাম নামে এক প্রবাসী। সেই চিঠির সূত্র ধরেই অনুসন্ধানে নামে চ্যানেল 24। বিস্তারিত জানতে কথা হয় অভিযোগকারীর সঙ্গে।
সাইফুলের অভিযোগের সঙ্গে মিলে যায়, হাইকমিশনে গোপনে ধারণ করা একটি নির্যাতনের ভিডিও।
ভিডিওটিতে যাকে মারধর করা হচ্ছে, তার নাম কামরুল হাসান। কথা হয় তার সঙ্গেও।
ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশেনের বিরুদ্ধে পররাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন সাইফুল ইসলাম। তবে এমন অভিযোগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে প্রায় ৪০ হাজারের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন ব্রুনাইয়ে।