প্রবাসে

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের শোক দিবস পালন।

গতকাল ১৫ই আগস্ট বৃহস্পতিবার ৪৪তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এবং অংগ সংগঠন যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ফলস চার্চ কাবাব কিং রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাদেক খান। সভার শুরুতেই সা:সম্পাদক এম নবী বাকী জাতীয় শোক দিবসের প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরেন এবং বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে সকল শাহাদত বরনকারীদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করে সভার কাজ শুরু করেন। প্রথমেই বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর গীতা পাঠ করেন নারায়ন দেবনাথ এবং বৈদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে জীবক বড়ুয়া কিছু বলেন। আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য কিছু তুলে ধরে বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আ:লীগের সিনিয়র সহসভাপতি নুরুল আমিন নুরু, সহসভাপতি জুয়েল বড়ুয়া, সহসভাপতি মোহান্মদ আযম আজাদ, যুগ্ম সা:সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ,জীবক বড়ুয়া,যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু,সহসভাপতি আবু বকর সিদ্দিক সাজ,সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি রাশেদ জামান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হোসেন শিকদার, যুগ্ম সম্পাদক জাহিদ ইসলাম,অতিথি বক্তা ছিলেন ড.মাযহারুল হক,মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী,মেট্রো ওয়াশিংটন আ:লীগ উপদেস্টা মোহান্মদ আলমগীর, গ্রেটার ওয়াশিংটন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সা:সম্পাদক আবু সরকার, এছাড়া প্রধান অতিথি হিসেবে
বাংলাদেশ দূতাবাসের ডিসিএম জনাব মাহবুব হাসান সালেহ বক্তব্য ও অত্যন্ত প্রান্জল ভাষায় বঙ্গবন্ধুর উপর একটি কবিতা পাঠ করেন।
সভায় অন্যান্যের সঙ্গে আরো উপস্হিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আ:লীগের উপদেস্টা প্রফেসর জিয়াউদ্দিন,মেরিল্যান্ড স্টেট আ:লীগের সহসভাপতি মুজিবুর রহমান,মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, সদস্য মোহান্মদ ফয়সাল,রিমন সরদার, জাহাংগীর আলম,বিটু, দুলাল রায়, মোহান্মদ আলমগীর,ফারুক, ফরিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শিমুল, সুজন, শহিদুল,যুবলীগের সা:সম্পাদক সর্বজিৎ দাশ তুর্য, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জামিল, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোহান্মদ হক সিরাজ, সহসভাপতি উত্তম মন্ডল, আসাফোর সহসভাপতি হাসনাত সানি, উজ্জল,
ড.বদরুল খান, সীমা খান, গ্রেটার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি করিম সালাউদ্দিন এবং আবু রুমি। অত্যন্ত ভাবগাম্ভীর্যের সংগে পুরো অনুষ্ঠানটি আবর্তিত হয়। শোককে শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে অব্যাহত ভাবে শক্তিশালী করার শপথের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু — মেট্রো ওয়াশিংটন আওয়ামী পরিবার।

Related Articles

Leave a Reply

Back to top button