খেলা
অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন মাত্র ১৩ জন ক্রিকেটার।
ক্রিকেটের যেকোন ফরম্যাটে পাঁচ উইকেট শিকার করা চাট্টিখানিক কথা নয়, নিঃসন্দেহে এটি যেকোন দেশের জন্যে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আর সেই অর্জন যদি হয় অভিষেক ম্যাচেই, তাহলে তো সেটা আরো বেশি মূল্যবান। ২০১৬ সাল পর্যন্ত অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন মাত্র ১৩ জন ক্রিকেটার।এই অর্জনে নাম রয়েছে বাংলাদেশেরও।এই কাতারে নাম আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ও কানাডার ক্রিকেটারদের। তবে এ তালিকায় ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের কারো নাম নেই। তার মধ্যে এই অর্জনে সবচেয়ে বেশি শ্রীলঙ্কার তিনজন ক্রিকেটার সামিল রয়েছেন, বাংলাদেশ ও সাউথ আফ্রিকার দু’জন করে রয়েছেন এই তালিকায়।