ভারতীয় কংগ্রেসের সভাপতির পদে ফিরলেন সোনিয়া গান্ধী
ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি পদে ‘আপাতত’ ফিরতে হল সোনিয়া গান্ধীকেই।
এনডিটিভি জানিয়েছে, নয়া দিল্লিতে শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির দীর্ঘ বৈঠক শেষে ‘অন্তর্বতীকালীন’ সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করা হয়।
কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নতুন স্থায়ী সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সোনিয়া গান্ধীই ভারতের প্রাচীন এ রাজনৈতিক দলের সভাপতির কাজ চালিয়ে নেবেন।
প্রায় দুই দশক ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন সোনিয়া। ২০১৭ সালের ডিসেম্বরে ছেলে রাহুল গান্ধীর কাঁধে দলের নেতৃত্ব ছেড়ে সভাপতির পদ ছেড়েছিলেন গান্ধী পরিবারের পুত্রবধূ সোনিয়া।
কিন্তু গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় কাঁধে নিয়ে রাহুল গান্ধী সভাপতির পদ ছেড়ে দেওয়ায় দেড় বছরের মাথায় আবার হাল ধরতে হল সোনিয়াকে।
এবারের লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে ৩০৩ আসনের জয়ে আরও শক্তিশালী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর দল বিজেপি।