ঈদে ঘরে মানুষের ভোগান্তি, বাস-ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়
স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন নগরবাসি। তবে শুক্রবারের তুলনায় যাত্রী সমাগম গাবতলি বাস টার্মিনালগুলোতে কমই দেখা যাচ্ছে৷ পরিবহন সংশ্লিষ্টরা বলছে, সড়ক মহাসড়কে তীব্র যানযটের কারণে ঠিক সময়ে গাড়ি অাসছেনা, কোন কোন ক্ষেত্রে ২৪ ঘন্টা পর্য়ন্ত লেগে যাচ্ছে৷ ফলে, নিধার্রিত সময়ে গাড়ি ছাড়া সম্ভব হচ্ছে না। এদিকে যাত্রীরা জানান, অপেক্ষার এই সময়গুলো দীর্ঘ হলেও প্রিয়মুখগুলো দেখতে পারার যে অানন্দ তার কাছে এটা কিছুই না।
লন্ডভন্ড হয়ে যাওয়া ট্রেনের শিডিউল এখনো ঠিক হয়নি।।সুন্দরবন, ধূমকেতু, লালমনিরহাট,রংপুর এক্সপ্রেস লালমনিরহাট ইদ স্পেশাল শিডিউল বিপর্যয়।প্রতিটি ট্রেন অন্তত ছয় থেকে ১২ ঘন্টা দেরিতে ছাড়ছে।উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনেররই ভয়াবহ শিডিউল বিপর্যয়।রাতের পদ্মা সকালে পৌছেছে ঢাকা স্টেশনে, সকালের নীলসাগর ছাড়বে বিকাল চারটায়।রংপুর এক্সপ্রেস সকাল নয়টার ট্রেন ছাড়বে রাত নয়টায়, ঈদ স্পেশাল লালমণি সকাল সোয়া নয়টায় থাকলে ছাড়বে রাত ১০.৩০ টায়।