অর্থ বাণিজ্যপুঁজিবাজার

প্রাণ ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে

ডিএসইতে লেনদেন ছাড়াল ছাড়ালো ১৮শ’ কোটি টাকা

নাসির আহমাদ রাসেল, বিশেষ প্রতিবেদক:

প্রায় দেড় বছর মন্দার পর পুঁজিবাজারে প্রাণ ফিরতে শুরু করেছে। প্রতিদিনই ধারাবাহিকভাবে বাড়ছে লেনদেনের গতি। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহ শেষ হলো উত্থানে। এ চলমান ধারা অব্যাহত থাকলে সামনে লেনদেন আরো বাড়বে বলে তারা মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ১৮ পয়েন্ট কমে ১৩৮৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সারাদিনে ডিএসইতে ৬২ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪৩৩ টি শেয়ার ৩ লাখ ৮১ হাজার ১০৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮৫৭ কোটি ৭৫ লাখ ৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টি কোম্পানির, বিপরীতে ১৪০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর দিকে, আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭০ শতাংশ বা ১২৯.০১পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৪.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ ৯১ হাজার ১৯৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ ১৩ হাজার ৭৪৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৪৮ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button