অর্থ বাণিজ্য
কার এক্সপো- ২০১৯ এ বিএনও’র অংশগ্রহণ
উইজার্ড শো বিজ আয়োজিত তিন দিন ব্যাপি কার এক্সপো ২০১৯ এ সফল ভাবে অংশ গ্রহণ করেছে দেশের সেরা লুব্রিকেন্ট কোম্পানি বিএনও লুব্রিকেন্টস।মেলায় সকল পণ্যের পাশাপাশি বিএনও তাদের প্রিমিয়াম পণ্য সমূহ প্রদর্শন করে
মেলা উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।বিএনও লুব্রিকেন্টস এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজার( সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ মোজাম্মেল হোসেন ফরহাদ, ডেপুটি ম্যানেজার (ব্র্যান্ড) সৈয়দ আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।