২৪ ঘণ্টায় ২৮ জনের করোনা শনাক্ত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ জন, যাদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩০ জন।
সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মহামারি শুরুর পর থেকে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন। এদিকে, মোট শনাক্তের হার এখন ১৩ দশমিক ০৫ শতাংশ।
বিশেষ সতর্কবার্তা জারি
রোববার তথ্য অধিদপ্তর থেকে আলাদা এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ভারতের পাশাপাশি বাংলাদেশেও করোনার নতুন কিছু উপধরন শনাক্ত হয়েছে। তাই এই পরিস্থিতিতে জনসচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ:
-হাঁচি-কাশির শিষ্টাচার মানুন
-হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন
-উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন
-বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি