আন্তর্জাতিক

সোলেইমানিকে হত্যা সাংবাদিক জামাল খাসোগি হত্যার মতোই বেআইনি- মাহাথির

মার্কিন বিমান হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে বেআইনি বলে মনে করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই বর্ষীয়ান এই রাজনীতিক বলেছেন, সোলেইমানিকে হত্যা সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি হত্যার মতোই বেআইনি।

সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র কেবল একটি দেশের আইনই অমান্য করেনি বরং গোটা বিশ্বের আইন অমান্য করেছে। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরে সোলেইমানি হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মাহাথির মোহাম্মদ। এই হত্যাকাণ্ডের পর মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন আধুনিক মালয়েশিয়ার রূপকারখ্যাত এই রাজনীতিক।

Related Articles

Leave a Reply

Back to top button