রাজনীতি
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রক্ত-ডায়াবেটিসসহ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের পরীক্ষা চলছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে দুদিনের মধ্যে চিকিৎসা প্রণালী ঠিক করবেন।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হাসপাতলটির সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
বেগম জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক জানান, দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। দুই দিনের মধ্যে ঠিক হতে পারে চিকিৎসা পদ্ধতি।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই অনুযায়ী, পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আশা করছি, আগামীকাল বা পরশুর মধ্যে তাদের পরীক্ষা-নিরীক্ষা পর্ব শেষ হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে, সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত জানাবেন।