রিহ্যাব মেলায় ফ্ল্যাট দেখছেন আগ্রহীরা

দ্বিতীয় দিনেই জমে উঠেছে রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা। এবারের মেলায় ফ্ল্যাট প্রকল্পের অভাব নেই। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্যছাড় ও বিভিন্ন পুরস্কারের ঘোষণা আছে। এবারের মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের ২৩০টি স্টল রয়েছে। ফ্ল্যাট-প্লট কিনতে আগ্রহীরা অনেকেই ঘুরছেন স্টলে স্টলে। তারা বলছেন, এক ছাদের নিচে সব প্রতিষ্ঠান থাকায় ঘুরে ঘুরে যাচাই করা যাচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের ৫ দিনের শীতকালীন রিহ্যাবের আবাসন মেলায় অংশ নিচ্ছে ১৬০টি প্রতিষ্ঠান। মেলার দ্বিতীয় দিনে বড় দিনের ছুটি থাকায় সকাল থেকেই ভিড় বাড়ে ক্রেতাদের।
বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা। খুঁজছেন নিজস্ব একটুকরো মাথা গোঁজার ঠাঁই। ক্রেতাদের জন্য স্টলগুলোতে রয়েছে নানা অফার।
ক্রেতারা জানান, সুবিধামত এলাকায় সাধ্যের মধ্যে সবটুকু সাধ পুরণ করতে হিমশিম খেতে হচ্ছে।
বিক্রেতারা জানান, মেলা চলাকালীন সময়ের মধ্যে বুকিং দিলে ক্রেতাদের জন্য নানা সুবিধা থাকবে। মেলায় এসে না কিনলেও পরবর্তী সময়েও অনেক বুকিং হয়ে থাকে।
আর রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়, মেলা এখন বছরে একবার হওয়ায় সব আবাসন প্রতিষ্ঠানকে একবারে পাচ্ছ ক্রেতারা। মেলায় কেউ নিয়মের ব্যতয় ঘটালে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
মেলা চলবে আগামী ২৮ শে ডিসম্বর পর্যন্ত।