যোগ দিয়েই মেয়রের টিকিট

আগের দিন ( মঙ্গলবার) ফুল দিয়ে দলে যোগ দিলেন, পরদিনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম।
বুধবার দলের বনানী অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। তবে এর আগে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সাবেক সেনা কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাতীয় পার্টিতে যোগ দেন।
মনোনয়ন ফরম দেয়ার সময় জিএম কাদের বলেন, ‘আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। মানুষের ধারণা, জাতীয় পার্টি নির্ঝঞ্ঝাট এবং জনকল্যাণমূলক একটি দল। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারণ মানুষের একটি আগ্রহ আছে। আশা করছি এবারের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবে।’
আজ প্রায় অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপিসহ অন্যরা।
দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে বৃহস্পতিবার।