যুক্তরাষ্ট্রে’বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের’প্রস্তুতি কমিটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ এর ২৫১ সদস্যের প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে আয়োজকরা।এতে আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী ও নিউ জার্সি প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান নূরুন নবী। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে সদস্য সচিব ও কমিউনিটি নেতা আব্দুল কাদের মিয়াকে প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আগামী ২৮ ও ২৯ মার্চ নিউ ইয়র্কের হোটেল লাগোর্ডিয়া ম্যারিয়টে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যায় স্কলাস্টিকা টিউটোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত হবে জানান আয়োজকরা।
প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়করা হচ্ছেন- মুক্তিযোদ্ধা রেজাউল বারী, কমিউনিটি নেতা রেফায়েত উল্লাহ চৌধুরী, ফাহিম রেজা নূর, হোসনে আরা, আতিকুর রহমান, সফেদা বসু, বিশ্বজিত সাহা, দস্তগীর জাহাঙ্গীর, নজরুল আলম, ফারুক আজম, মোহাম্মদ রুমি কবির ও পারভীন পাটোয়ারী।
যুগ্ম সচিব হয়েছেন- শিব্বীর আহমেদ, আবুল হোসেন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, কামাল হোসেন মিঠু, মুমু আনসারী, শাকিল মিয়া, জি আই রাসেল, এম রহমান জহির, শেখ সেলিম, জাহাঙ্গীর হোসেন, সুরুজ্জামান সরদার, রানা হাসান মাহমুদ, মিনহাজ শরীফ রাসেল, সুব্রত তালুকদার, সেমন্তী ওয়াহেদ, মতিউর রহমান চৌধুরী, ইফজাল চৌধুরী, মিজানুর রহমান ও দেওয়ান আরশাদ আলী বিজয়।
সমন্বয়কারী হিসেবে আছেন- মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, জাফর উল্লাহ, আশরাফ আলী খান লিটন, স্বীকৃতি বড়ুয়া, সমিরুল ইসলাম বাবলু, খায়রুল ইসলাম খোকন, রাজ চৌধুরী, মো. আরিফুল ইসলাম, আলী হোসেন, ওয়াসিউর রহমান ইমন, সাখাওয়াত আলী, নূরান্নবী চৌধুরী, সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, মাহমুদুর রহমান ও মীর রফিকুল ইসলাম।