ক্রীড়াঙ্গন

বৃষ্টিতে ভাসলো ফাইনাল: শিরোপা ভাগাভাগি

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগান চ্যালেঞ্জ নিয়ে শিরোপাতেই চোখ রেখেছিলো টাইগাররা । কিন্তু উত্তেজনার আগুনে জল ঢাললো বেরসিক বৃষ্টি। বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আর থামলোই না। পরিত্যক্ত হলো বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল। নিয়ম অনুযায়ী, শিরোপা ভাগাভাগি করে নিয়েছে সাকিব-রশিদ।
রাত ৯টায় দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খানের সঙ্গে আলোচনা শেষে ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচতো মাঠেই গড়ায়নি এমনকি টস করাই যায়নি।
টস হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। আর খেলা শুরুর সময় ছিলো সাড়ে ৬টায়। কিন্তু রাত ৯টা পর্যন্ত অবস্থার পরিবর্তন না হওয়া ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি।
কাট-অফ টাইম ছিল অবশ্য রাত ৯-৪৬ মিনিট। ম্যাচ অফিসিয়ালরা সে পর্যন্ত অপেক্ষা করেননি। ফাইনালে রিজার্ভ ডে না থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইলজ অনুযায়ী, ফাইনালে ফল না পাওয়া গেলে কিংবা পরিত্যক্ত হলে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে। সেই হিসেবে বাংলাদেশ ও আফগানিস্তান ট্রফি ভাগাভাগি করে নিয়েছে ।
ত্রিদেশীয় টি-টোয়েন্টির কোনও প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। চট্টগ্রামে আগের ম্যাচে রশিদদের হারিয়ে দেওয়ায় সাকিবদের আত্মবিশ্বাসও ছিল। কিন্তু সব কিছু ওলট পালট করে দিলো বৃষ্টি। ট্রফি জেতা হয়েছে, কিন্তু না খেলেই সেইসাথে ভাগ করতে হয়েছে আফগানদের সাথে।

Related Articles

Leave a Reply

Back to top button