বাংলাদেশে আসছে আর্মি ওয়ার্ম পোকা।
বাংলাদেশে আর্মি ওয়ার্ম পোকা ঢুকলে ভুট্টা জাতীয় শস্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে জানালেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ জাতীয় পোকা যাতে ক্ষতির কারণ না হয়, সেজন্য বিশ্ব খাদ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার যৌথ ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
আর্মি ওয়ার্ম পোকা-মূলত আমেরিকা মহাদেশের কীট। ফসলের জন্য বিধ্বংসী এই পোকা আমেরিকা, আফ্রিকার পর ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে।
এ জাতীয় পোকা দিনে পাড়ি দিতে পারে ১০০ কিলোমিটারেরও বেশি পথ। তাছাড়া পোকাটির সবচেয়ে ক্ষতিকর দিক হলো, এরা দ্রুত বংশবিস্তার করে। একদিনে জন্ম নেয় কয়েক হাজার বাচ্চা।
গরম আসলেই এ পোকার প্রদূর্ভাব দেখা দেয়। শরতে এই পোকার প্রকোপ দেখা দেয় বাংলাদেশেও। পোকাটির কারণে প্রথমেই ক্ষতির মুখে পড়বে ভুট্টা। ধান-গমসহ অন্য ফসলেরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
বাংলাদেশে যাতে এ পোকা ক্ষতির কারণ না হয় সে জন্য এফএও এবং বাংলাদেশ সরকার যৌথ ভাবে কাজ করছে বলে আশ্বস্ত করেছেন কৃষি মন্ত্রী।
আর্মি ওয়ার্ম পোকা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও জানান মন্ত্রী।