জাতীয়
পুলিশের ওপর হামলাকারীরা ধরা পড়বে: আইজিপি
পুলিশের ওপর পরপর চারবার হামলার সাথে জড়িত জঙ্গিদের দ্রুত খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহা পরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়াারী। তিনি বলেছেন, হামলার উদ্দেশ্যও উদঘাটন করা হবে ।
রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ইন্টারপোল পুলিশিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রত্যেকটি ঘটনা বিশ্লেষন করা হচ্ছে। শিগিগরই ঘটনাগুলোর মধ্যে যে যোগসূত্র রয়েছে তা চিহ্নিত করা হবে বলেও জানান পুলিশ প্রধান। জঙ্গি তৎপরতা যাতে আর মাথাচাড়া দিতে না পারে তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান ডক্টর জাবেদ পাটোয়ারি।