আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গেও এনআরসি:অমিত শাহ

এবার পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা করার ঘোষণা দিলেন ভারতের ক্ষমতাসিন বিজেপির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে উত্তর প্রদেশেও এনআরসি চালু করে বাংলাদেশিসহ সব বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লিখিত নির্দেশ দিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসামের নাগরিকপঞ্জি তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়াকে ঘিরে আতঙ্কে ছিলো পশ্চিমবঙ্গের মানুষ। এবার সেই মাত্রা আরো কয়েক ধাপ বাড়লো।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অমিত শাহ দৃঢ় কন্ঠে জানান, বাংলায় সব বেআইনি অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কোনো ভাবেই তা আটকাতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মমতার তৃণমূল কংগ্রেস ভোট পাবার জন্য ইচ্ছে করে এনআরসি নিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে অভিযোগ করেন অমিত শাহ। নাগরিক সংশোধনী বিল পাস হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাবে বলেও জানান তিনি।
এদিকে উত্তর প্রদেশেও এনআরসি শুরু করার লিখিত নির্দেশ দিয়েছে রাজ্যে সরকার। বাংলাদেশি-সহ বিদেশিদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়। এজন্য রাজ্যের সর্বত্র চিরুনি অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button