জাতীয়
নাব্য সংকট: শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি কার্যত বন্ধ

পদ্মা নদীতে নাব্যতা–সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। লঞ্চ ও স্পিডবোট চললেও নাব্য সংকটের কারণে গত রোববার দুপুর থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত ফেরি চলাচল একরকম বন্ধই ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পণ্য পরিবহনের জন্য অনেক ট্রাক লরিপাঁচ–ছয় দিন ধরে ঘাটে পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিএ বলছে, এ মৌসুমে পদ্মায় প্রচুর পলি জমেছে। পলি অপসারণে একাধিক ড্রেজার দিয়ে দিন–রাত কাজ চলছে।
বন্যার পানিতে প্রচুর পলি থাকায় গত এক মাসের বেশি সময় ধরে পদ্মায় নাব্য–সংকট দেখা দিয়েছে। গত তিন দিনে ১৭টি ফেরির মধ্যে মাত্র তিনটি ছোট ফেরি কোনো রকমে চলছে। ফলে ঘাটে আটকা পড়েছে পাঁচ শ’রও বেশি যানবাহন।