জাতীয়

ধর্ষণের অভিযোগে রিহ্যাবের দুই পরিচালক গ্রেপ্তার।

রাজধানীর ধানমন্ডিতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
দুই পরিচালক হলেন−শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। রবিবার রাতে ভুক্তভোগী ওই নারী ধানমন্ডি থানায় মামলা করলে রাতেই পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাকরির কথা বলে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলায় ওই তরুণী অভিযোগ করেন, রবিবার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button