ক্ষুদ্র ঋণে দারিদ্রের লালন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র বিমোচন হয়না। দারিদ্রের লালন-পালন হয়। দারিদ্র বিমোচনের জন্য প্রয়োজন কর্মসংস্থানের। যথাযথ কর্মসংস্থান করে সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়া হবে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনীতে ক্ষ্রদ্র ঋনের সমালোচনা করে উন্নয়নের অঙ্গিকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যত্রতত্র শিল্পপ্রতিষ্ঠান নয়, কৃষি জমি রক্ষায় ভুমি ব্যবহার নীতিমালা মেনে চলতে হবে।
অতি দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশে। চলছে শুণ্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা। আর্থ সামাজিক উন্নয়নের অংশীদার এখন ৭০ শতাংশ মানুষ। এমন প্রেক্ষাপটেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্যোক্তাদের নিয়ে শুরু হওয়া উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখায় মতিয়া চৌধুরীকে দেয়া হয় আজীবন সম্মাননা।
দিক নির্দেশনামুলক বক্তব্যে প্রধানমন্ত্রী, ক্ষুদ্র ঋণে দারিদ্র্য বিমোচন হয় না বলে উল্লেখ করেন।
কৃষি জমিকে রক্ষা করতে ভূমি ব্যবহারে নীতিমালা কার্যকরের কথা বলেন তিনি।
স্বাবলম্বী প্রজন্মের বহুমুখী কর্মপরিকল্পনা নিয়ে দারিদ্র কমিয়ে আনার পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দেশকে ভালবেসে নিবেদিত হয়ে কাজ করলেই, অগ্রগতি ও সমৃদ্ধি আসে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।