জাতীয়
কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি ১০ দিনের রিমান্ডে।
অস্ত্র ও মাদক মামলায় কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলমকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত।শনিবার গ্রেফতার শফিকুল আলমকে সিএমএম কোর্টের মাহমুদা আক্তারের আদালতে তোলা হলে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে অস্ত্র ও মাদক মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও জুয়া খেলার অভিযোগ ছিলো। এদিকে যুবলীগ নেতা জি কে শামীমকে আদালতে তোলা হয়েছে। তিন মামলায় তার বিরুদ্ধেও রিমান্ডের আবেদন করা হবে।