রাজকূট

ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়েছেন রুহুল কবির রিজভী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ভোট চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এলিফ্যান্ট রোডের কফি হাউসের সামনে থেকে হাতিরপুল কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির এই নেতা।

তিনি হাতিরপুল বাজার ও কাঁচা বাজার এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট চান।

এসময় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্য নেতারা তার সঙ্গে ছিলেন। তারাও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান।

Related Articles

Leave a Reply

Back to top button