খেলা

অবশেষে চূড়ান্ত হলো বিপিএলের ৭ অধিনায়ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর আগামীকাল থেকে মাঠে গড়াবে। তবে আসর শুরুর একদিন আগেও নিশ্চিত ছিল না কোন দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে। তবে শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে ৭ দলের অধিনায়কের নাম।

গতবার ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এবারও তার উপরেই থাকছে নেতৃত্বের দায়িত্ব। এছাড়া রংপুর রাইডার্স ভরসা রেখেছে নুরুল হাসান সোহানের ওপর। উইকেটরক্ষক এই ব্যাটারের অধীনেই কদিন আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। আর দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে থাকছেন এনামুল হক বিজয়।

এদিকে, আসর শুরুর একদিন আগে আজ অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এবার সিলেটের নেতৃত্বে থাকবেন আরিফুল হক।

এবারের আসরে চট্টগ্রাম কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। আর সবার শেষে অধিনায়কের নাম জানিয়েছে খুলনা টাইগার্স। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খুলনার নেতৃত্বের ভার থাকছে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে।

Related Articles

Leave a Reply

Back to top button