জাতীয়

পুলিশ-সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের কঠোর ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজধানীতে ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবরোধ, সমাবেশ বা কর্মসূচির নামে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

এ সময় আইজিপি আরো বলেন, মহাসমাবেশে অনেক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। তাদের অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশের ওপর হামলাকারী এবং অগ্নিসংযোগকারী দুষ্কৃতকারীদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে।

পুলিশ প্রধান বলেন, ‘সাংবাদিক বন্ধুরা পুলিশ বাহিনীর মতো মাঠে দায়িত্ব পালন করেন।
আপনারা নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মতো তারাও আক্রমণের শিকার হয়েছেন। দুষ্কৃতকারীরা চায় না তারা যে ছবি, তথ্য সংগ্রহ করেছেন, যেগুলো তাদের বিপক্ষে যাক, এ আশঙ্কায় সাংবাদিক বন্ধুদের ওপরও আক্রমণ করা হয়েছে।

আইজিপি বলেন, ‘আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিয়েছিলাম। তবে, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে।

শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের ওপর হামলা করে অনেক পুলিশ সদস্যদের আহত করেছে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, তারা (বিএনপি) মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতকারীরা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হবে।

অবরোধের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। কর্মসূচি পালন করার অধিকার আছে। কিন্তু একজন মানুষের অধিকার আছে তার রাস্তায় চলাফেরা করার। এটাকে যারা বাধাগ্রস্থ করবে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা আমরা নিচ্ছি।’

আইজিপি বলেন, ‘আমাদের একজন পুলিশ সদস্যকে মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গতকালও নারায়ণগঞ্জে আহত এক পুলিশ সদস্য এখানে ভর্তি হয়েছেন। একজন আনসার সদস্য মানসিক ভারসাম্যহীনভাবে কাতরাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত, ৪১ জন আহত এবং ১৭ জন গণমাধ্যমকর্মী আহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button