জাতীয়
প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ১০০ সেলাই মেশিন বিতরণ করবে টিম পজিটিভ বাংলাদেশ
সামাজিক মানবিক কাজের সার্বজনীন প্লাটফর্ম, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে তাঁর ভালোবাসার উপহার হিসেবে ১০০ জন অসহায় মানুষের মাঝে ১০০ সেট সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিপিবি এর সেক্রেটারী জেনারেল মো. রুবেল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর ৭৭তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে টিম পজিটিভ বাংলাদেশ-এর উদ্যোগে ১০০ জন অসহায় কর্মহীন নারীকে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় মোতালেব প্লাজা এপার্টমেন্ট কমপ্লেক্স এর ৫ তলায় কনভেনশন হলে এই সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।