আন্তর্জাতিক
পৃথিবীর মধ্যাকর্ষণ অতিক্রম করলো ‘আদিত্য এল-১’
চলতি মাসের ২ তারিখে বেলা ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় মহাকাশযান আদিত্য এল-১। এরপর থেকে ঝামেলাহীনভাবে সূর্যের দিকে ছুটে চলেছে ভারতীয় সৌরযান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টা নাগাদ পৃথিবীর মধ্যাকর্ষণ অতিক্রম করেছে আদিত্য এল-১। এই মুহূর্তে পৃথিবী ও সূর্যের কক্ষপথের মিড ট্রান্স-ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে অবস্থান করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে (পূর্বনাম টুইটার) সফলভাবে সৌরযানটির মধ্যাকার্ষণ অতিক্রম করার কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
বিজ্ঞানীদের হিসাব-নিকাশকে একেবারে নিখুঁতভাবে মিলিয়ে লক্ষ্যে এগোচ্ছে সৌরযানটি। এবার তার গতিপথ সূর্যের ল্যাগরাঞ্জিয়ান-১ (এল-১)। সেদিকেই এগোচ্ছে আদিত্য এল-১। হিসাব বলছে, ১১০ দিন পর সেই লক্ষ্যে পৌঁছবে যানটি। তখন পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। এই দূরত্ব থেকেই পৃথিবীর নিকটতম নক্ষত্র থেকে তথ্য সংগ্রহ করবে আদিত্য এল-১।
এর আগে, গত ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে ভারতের মহাকাশযান। ১৪ জুলাই ভারতের স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে ‘চন্দ্রযান-৩’। একটি এলভিএম-৩ রকেট দিয়ে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযানটিকে উৎক্ষেপণ করা হয়।