রাজনীতি

নির্বাচন পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা আ.লীগের

ঢাকা ও ঢাকার বাইরে আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি জানানো হয়। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাদ আসর দোয়া মাহফিল ও ৩১ সেপ্টেম্বর সারাদেশব্যাপী আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে সমাবেশ, ২৫ সেপ্টেম্বর মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ, ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে গাজীপুর জেলা আওয়ামী লীগের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর কৃষক লীগের সমাবেশ ও ৪ অক্টোবর চট্টগ্রামে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মাহবুব উল আলম হানিফ। বিএনপি নির্বাচনে আসবে কিনা তাদের ব্যাপার, তবে নির্বাচনে অংশ না নিয়ে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি। হানিফ বলেন, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আগামী নির্বাচন পর্যন্ত কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। এ সিদ্ধান্ত দলীয় সভাপতির।
তিনি বলেন, বিএনপি জামায়াত বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীরা যাতে মাঠে সজাগ থাকতে পারে সেজন্য দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দলের সাধারণ সম্পাদক রুটিন চেকআপে বিদেশ অবস্থান করছেন। তিনি দ্রুত ফিরে আসবেন বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button