গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তথ্যমন্ত্রী
২০০৪ সালের ২১ গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইভি রহমান পরিষদের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৭ আগষ্ট সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় আইভি রহমান পরিষদের আহ্বায়ক প্রফেসর ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকার পরিচালনা করেন।
এ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ প্রধান অতিথি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, গ্রেনেড হামলায় আহত এডভোকেট কাজী সাহানারা ইয়াসমীন, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, কৃষক লীগ নেতা আলী আশরাফ, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান, কবি মোশাররফ হোসেন, ফারুক আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।