পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান চূড়ান্ত হবে আজ
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত হবে আজই।
এ বিষয়ে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সাথে দ্বিতীয় দফা বৈঠকও করে ফেলেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
আজ শনিবার বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ প্রেসিডেন্ট আরিফ আলভিকে সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকা থেকে একটি নাম প্রস্তাব করবেন।
পাকিস্তানের সংবিধানের ২শ’ ২৪ নম্বর ধারার ১নং উপধারা অনুসারে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর বিদায়ী পার্লামেন্টের বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করবেন প্রধানমন্ত্রী।
আইন অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৩ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে।
বুধবার রাতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ১৫তম জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।