এবার দুবাই ও উত্তর আমিরাতে প্রবাসীরা পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পরে এবার দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
জেনারাল আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান(অবঃ)।
আজ সকাল ১১টায় দুবাই কনসুলেট জেনারালের কনফারেন্স রোমে দশজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি তুলে দেয়ার মধ্যদিয়ে প্রবাসীদের এনআইডি কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ বাস্তবায়ন করলো নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী ১ বছরে অন্তত ১৫টি দেশে এ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানায় নির্বাচন কমিশনার।
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের নতুন জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আবুধাবি ও বাংলাদেশ কনসুলেট জেনারাল দুবাই।
প্রবাসীর হাতে নতুন স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। এসময় তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী ৪০টি দেশে এনআইডি কার্যক্রম পরিচালনা করা হবে। এরমধ্যে আগামী ১ বছরে অন্তত ১৫টি দেশে সম্পন্ন করা হবে এ কার্যক্রম।
বিদেশে বসেই আবেদনের মাত্র একমাসের মধ্যেই প্রবাসীরা পাচ্ছেন নতুন স্মার্টকার্ড। অল্প সময়ের মধ্যে এনআইডি পাওয়ায় খুশী প্রবাসীরা।
আবেদন গ্রহণের শুরু থেকে এ পর্যন্ত আবুধাবি দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটে প্রায় ২ হাজার প্রবাসী স্মার্টকার্ডের আবেদন করেছেন। এরমধ্যে প্রায় দুইশত বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
এ সময় উপস্থিত থাকা সাধারণ শ্রমিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার।